বিজ্ঞান হোক সবার জন্যে ...

Blogroll

স্বল্পমূল্যের মাইক্রোস্কোপ সকলের জন্য

মাইক্রোস্কোপ বা অনুবীক্ষন যন্ত্র এমন একটি যন্ত্র যেটি আমাদের চোখের আড়ালের ক্ষুদ্র বস্তুসমূহের দুনিয়াকে সামনে তুলে ধরে। বিশেষভাবে বিজ্ঞান বিভাগের ছাত্ররা এই যন্ত্রের সাথে বিশেষভাবে পরিচিত। তবে, ল্যাবের পরীক্ষা আর নিজের হাতে পরীক্ষার মাঝে ব্যাপক একটা পার্থক্য আছে।  সমস্যা হল যে, এই যন্ত্রগুলো বেশ দামী আর তাই খুবই কম ছাত্ররা এটি কিনতে পারে। প্রায় ৪৫০০-৪৮০০ (এগুলিই বেশীরভাগ সময় আমাদের স্কুলগুলোতে থাকে) থেকে শুরু করে আরো অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারে এর দাম।
আমরা একটি ছোট আকারের কার্যকরী মাইক্রোস্কোপের ডিজাইন করেছি যার দাম খুবই কম, প্রায় ১০০০/= মাত্র, যার কার্যক্ষমতা ৪৫০০-৪৮০০ টাকা মূল্যের মাইক্রোস্কোপ বা অনুবীক্ষন যন্ত্রের সমান। মোটামুটি মৌলিক কার্যাবলী যা ৪৫০০-৪৮০০ টাকার মাইক্রোস্কোপে করা যায় এতে সেটাই করা যায়। এটি আলোর উৰস/source এর জন্য মোবাইল চার্জারের পিন থেকে শক্তি নিয়ে থাকে।

এরকম একটি মাইক্রোস্কোপের পিছনে আপনার অর্থ ব্যয় অপচয় হবেনা নিশ্চই, এ ব্যাপারে আরো জানতে চাইলে যোগাযোগ করতে পারেন: ০১৭২১৩৯৫৬০০
[বিস্তারিত আসছে]
স্বল্পমূল্যের মাইক্রোস্কোপ সকলের জন্য স্বল্পমূল্যের মাইক্রোস্কোপ সকলের জন্য Reviewed by Masud on May 24, 2014 Rating: 5
Powered by Blogger.